• খেলাধুলা

পর্তুগাল সমর্থকরা একাদশে দেখতে চান না রোনাল্ডোকে!

  • খেলাধুলা
  • ০৬ ডিসেম্বর, ২০২২ ১৮:২০:৩৩

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচে মাত্র এক গোল, সেটিও পেনালটি থেকে। কাতার বিশ্বকাপে ৩৮ ছুঁই ছুঁই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মলিন পারফরম্যান্সে বয়সের ছাপ স্পষ্ট। এতটাই যে লুসাইলে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে অধিনায়ককে শুরুর একাদশে দেখতে চান না পর্তুগাল সমর্থকরাই! পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এবোলা’র এক জরিপে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ সমর্থকের অভিমত, আজ বদলি হিসাবে নামানো উচিত রোনাল্ডোকে। তাকে খেলাতে গিয়ে দলের তরুণ প্রতিভাদের সুযোগ দিতে পারছেন না কোচ ফার্নান্দো সান্তোস। গ্রুপপর্বের তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রোনাল্ডো; কিন্তু একটিতেও পুরো সময় খেলতে পারেননি পর্তুগাল অধিনায়ক। রোনাল্ডো পাদপ্রদীপের আলো টানলেও পর্তুগাল দলের হৃদস্পন্দন এখন ব্লুনো ফার্নান্দেস। শেষ ম্যাচে তাকে বিশ্রামে রেখে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে পর্তুগাল।

সমর্থকরা যখন রোনাল্ডোর বেলাশেষের গান গাইছেন, প্রতিপক্ষ শিবিরের ভাবনাটা একদম উলটো। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বুড়ো রোনাল্ডোকেই সবচেয়ে বড় হুমকি মনে করছেন সুইজারল্যান্ডের তারকা মিডফিল্ডার জেরদান শাকিরি, ‘ক্রিশ্চিয়ানোকে আপনি হেলাফেলা করতে পারেন না। মেসির সঙ্গে তিনিও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এই মানুষটা যে কোনো মুহূর্তে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সবাই জানে তার অভিজ্ঞতা পর্তুগাল দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’

রোনাল্ডোর পর্তুগালের বিপক্ষে জেতার রেসিপিটাও জানিয়ে দিলেন ‘সুইস মেসি’ খ্যাত শাকিরি, ‘আমাদের বিশেষ পারফরম্যান্স দরকার। পর্তুগাল ভালো দল। আমার মতে, এই ম্যাচে তারা ফেভারিট। তবে নিজেদের সামর্থ্যও আমরা জানি। পুরো দলের কাছ থেকে স্পেশাল পারফরম্যান্সই মূল বিষয়। কারণ আমরা সুইজারল্যান্ড, আমাদের দলে কোনো ক্রিশ্চিয়ানো নেই। দল হিসাবে খেলেই আমাদের সব সাফল্য। প্রত্যেকে যদি তাদের সেরাটা দিতে পারে, তাহলে অবশ্যই আমাদের পরের ধাপে যাওয়ার সুযোগ থাকবে।’

বিশ্বকাপে নিজ নিজ দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে রোনাল্ডোর মতো শাকিরিরও দরকার এক গোল। তবে ব্যক্তিগত অর্জন ছাপিয়ে দুজনেরই চোখ শেষ আটে।

বিশ্বকাপে এর আগে দেখা না হলেও পরস্পরের চেনা প্রতিপক্ষ পর্তুগাল ও সুইজারল্যান্ড। গত জুনে উয়েফা নেশন্স লিগে পর্তুগালের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া সুইসরা ফিরতি ম্যাচ জিতেছিল ১-০ গোলে। পর্তুগিজ মিডফিল্ডার উইলিয়াম কারভালহো তাই সতর্ক, ‘কঠিন একটা দলের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। সুইজারল্যান্ডের বিপক্ষে জেতার মতো হারার অভিজ্ঞতাও আমার আছে। প্রথম মিনিট থেকেই সতর্ক থাকতে হবে।’

মন্তব্য ( ০)





  • company_logo