• খেলাধুলা

 সাকিবকে যতদিন সম্ভব রাখতে চান রাসেল ডমিঙ্গো

  • খেলাধুলা
  • ০৬ ডিসেম্বর, ২০২২ ১৭:৩৫:৫১

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয়ের পর অবশ্য বাংলাদেশ দল রয়েছে ফুরফুরে মেজাজে। যার চিত্র দেখা গেছে মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলনে। তবে গেল ম্যাচে বল হাতে দুর্দান্ত করা সাকিব আল হাসান অবশ্য এদিন ছিলেন ওয়ার্ম-আপেই ব্যস্ত। দ্বিতীয় ওয়ানডের আগের দিন সাকিব বন্দনাতেই মাতলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।

আজ মঙ্গলবার নির্ধারিত সময়ের মিনিট ত্রিশেক পর মিরপুরের মাঠে সংবাদ সম্মেলনে আসেন ডমিঙ্গো। কথা বলার এক পর্যায়ে আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া সাকিবের প্রসঙ্গে উচ্ছ্বসিত হয়ে উঠেন তিনি।

সাবেক আফ্রিকান এই কোচ বললেন, ‘দিনশেষে সাকিব অবিশ্বাস্য। আমি দক্ষিণ আফ্রিকায় অনেকদিন কোচিং করিয়েছি। জ্যাক ক্যালিস অবসর নেওয়ার আট বছর পরও আমার মনে হয় তারা ওরকম বিকল্প খুঁজছে। তারা নিশ্চিত হতে পারছে ছয় ব্যাটার খেলাবে নাকি সাত। অতিরিক্ত বোলার খেলাবে নাকি ব্যাটার।’

ডমিঙ্গো আরও যোগ করেন, ‘এমন ক্রিকেটারের বিকল্প পাওয়া খুব কঠিন। যদি সে খারাপ ব্যাট করে, ভালো বল করবে। খারাপ বল করলে ব্যাট হাতে পারফর্ম করবে। এ ধরনের ক্রিকেটার খুব কম, এজন্যই তারা স্পেশাল। আমরা তাকে যতদিন সম্ভব রাখতে চাই। সে যেন ফ্রেশ থাকে এটা নিশ্চিত করতে চাই।’

সাকিবকে যতদিন সম্ভব ততদিন বাংলাদেশের হয়ে দেখতে চান ডমিঙ্গো। এ সময়ে মিরাজের প্রসঙ্গ টেনে ডমিঙ্গো বললেন, ‘যতদিন সম্ভব তাকে বাংলাদেশের হয়ে দেখতে চাই। মিরাজ কি তেমন হতে পারে? হয়তো। সে পাঁচ-ছয়ে ব্যাট করতে পারে। বল হাতেও ধারাবাহিক পারফর্ম করে।’

মন্তব্য ( ০)





  • company_logo