• সমগ্র বাংলা
  • লিড নিউজ

খানসামায় অপহরন করে মুক্তিপন দাবির পর শিশুকে হত্যা, আটক ১

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৫ ডিসেম্বর, ২০২২ ১২:৩৮:২৮

ছবিঃ সিএনআই

সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ  দিনাজপুরের খানসামায় অপহরন এবং মুক্তিপন দাবি করা শিশু আরিফুজ্জামানের লাশ দুইদিন পর গেল রবিবার রাত ১২ টার দিকে উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।  শুক্রবার বিকালে মাঠে খেলতে গিয়ে অপহরনের শিকার হয়েছিল শিশুটি। মুক্তিপণের টাকা না পেয়ে শিশুটি হত্যা করে অপহরনকারী।

এঘটনায় জড়িত শরিফুল ইসলাম নামে একজন কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।

অপহৃত আরিফুজ্জামান (৮) খানসামার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর ডাক্তারপাড়া মহল্লার বাসিন্দ কৃষক আতিউর রহমানের ছেলে। শিশুটি স্থানঅয় চেহেলগাজী কিন্ডার গার্ডেন স্কুলে ২য় শ্রেণিতে পড়ালেখা করতো।

স্থানীয়রা জানান, বিকালে খেলার  মাঠ থেকে নিখোঁজের পর তার সন্ধ্যান করছিল স্বজন পাড়া পড়সিরা। রাত ৮ টার দিকে শিশুর বাবার মোবাইল ফোনে কল দিয়ে মুক্তিপন হিসেবে ১লাখ টাকা দাবি করে অপহরনকারী। এব্যাপারে থানায় সাধারণ ডাইরি করেন শিশুর পিতা। 

খানসামা থানার ইনচার্জ চিত্তরঞ্জন রায় জানান, মোবাইল নম্বরের সূত্র ধরে গোয়ালডিহী বিএম কলেজের কম্পিউটার ট্রেডের ছাত্র শরিফুল ইসলামকে আটক করেন তারা। রবিবার রাত ১২ টার দিকে পাকেরহাটের একটি চাউল কলের পাশে আব্দুস সালামের বাড়ির আঙ্গিনার মাটি খুড়ে বস্তাবন্দি অবস্থায় অপহৃত শিশু আরিফুজ্জামানের লাশ উদ্ধার করেছেন তারা। ওই বাড়িতে খন্ডকালিন দিনের বেলা ব্যবহার করতো অপহরনকারী কলেজ ছাত্র শরিফুল ইসলাম।

ময়না তদন্তের জন্য  আজ সোমবার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে লাশ প্রেরণ করেছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo