• সমগ্র বাংলা

এবার কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৪ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

  • সমগ্র বাংলা
  • ০৪ ডিসেম্বর, ২০২২ ১৮:২৯:২৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন। এটির প্রস্থ দেড় ফুট। রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে তিন নদীর মোহনা এলাকায় ডলফিনটিকে প্রথমে দেখতে পান স্থানীয়রা।

পরে স্থানীয়রা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে এটির মৃত্যুর রহস্য উন্মোচনের চেষ্টা করে। ৪ ফুট দৈর্ঘ্যের ওই ডলফিনটির মুখে ক্ষত রয়েছে।

ডলফিন রক্ষা কমিটি সূত্রে জানা যায়, রাতের জোয়ারে তীরবর্তী এলাকায় ডলফিনটি ভেসে এসেছে। চার ফুটের এই বাচ্চা ডলফিনটির মুখে ক্ষত রয়েছে। তাদের ধারণা তিন-চার দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে।

ডলফিন রক্ষা কমিটির সদস্য বাচ্চু জানান, ঠিক কীভাবে ডলফিনটির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে।

মহিপুর বন বিভাগের রেঞ্চ আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটি বালু চাপা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ অক্টোবরে ৫ ফুটের একটি শুশুক ডলফিন ভেসে আসে। এ পর্যন্ত চলতি বছরে ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে এসেছে।

মন্তব্য ( ০)





  • company_logo