• আন্তর্জাতিক
  • লিড নিউজ

ইউক্রেনের মানুষ রক্তের বিনিময়ে লড়াই চালিয়ে যাচ্ছেন: ন্যাটোপ্রধান

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০২ ডিসেম্বর, ২০২২ ১৩:৫৪:১০

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাসীকে ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের মানুষ রক্তের বিনিময়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। যার দাম টাকার অঙ্কে গোনা যায় না। তিনি বলেন, গোটা বিশ্ব এখন ইউক্রেনের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে আরও বড় সমস্যার সামনে দাঁড়াতে হবে। বৃহস্পতিবার বার্লিনে প্রতিরক্ষাসংক্রান্ত সম্মেলনে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

কিছু দিন আগে পোল্যান্ডকে একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দিতে চেয়েছিল জার্মানি। অত্যাধুনিক এ মিসাইল সিস্টেম পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। পোল্যান্ডে ইউক্রেনের মিসাইল ভুলবশত চলে যাওয়ার পর জার্মানি পোল্যান্ডকে এই সিস্টেম দিতে চেয়েছিল। কিন্তু পোল্যান্ড জার্মানির কাছে আবেদন করে, তাদের বদলে ওই মিসাইল সিস্টেম ইউক্রেনকে দেওয়া হোক। ইউক্রেনও জার্মানির কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছিল। কিন্তু ন্যাটোর সম্মতি ছাড়া জার্মানি ন্যাটোর বাইরের কোনো দেশে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে পারে না। এদিন এ বিষয়ে সরাসরি কোনো কথা বলেননি স্টলটেনবার্গ ও শলৎস। তবে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo