• খেলাধুলা

৮৮ বছর ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচ হারে না ব্রাজিল

  • খেলাধুলা
  • ২৪ নভেম্বর, ২০২২ ১৭:৫৭:২০

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ‘হেক্সা’ মিশন সামনে রেখে কাতার বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। ‘জি’ গ্রুপে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ সার্বিয়া। এই ম্যাচে মাঠে নামার আগে ইতিহাস থেকে সুখস্মৃতিই খুঁজে পাচ্ছে তিতের দল।      

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিল ব্রাজিল। সেবার তারা হেরে গিয়েছিল প্রথম ম্যাচ, পরের আসরেও ঘটে একই ঘটনা। এরপর ৮৮ বছরে আর কখনোই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হারেনি তারা। এর মধ্যে ১৯ ম্যাচে অপরাজিত থেকেছে তারা, হেরেছে দুইটিতে।      

প্রথম বিশ্বকাপে তারা যুগোস্লোভিয়ার কাছে হারে ২-১ গোলে হারে। পরের আসরে ইতালির কাছে হারতে হয় ২-১ গোলে। বিশ্বকাপজয়ী পাঁচ টুর্নামেন্টের সবগুলোতেই প্রথম ম্যাচ জিতেছে সেলেসাওরা। নিজের খেলা তিন বিশ্বকাপের সবগুলোতেই প্রথম ম্যাচে গোল করেছেন পেলে।     

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের ফল- 

১৯৩০- ব্রাজিল ১-২ যুগোস্লাভিয়া

১৯৩৪- ব্রাজিল ১-৩ স্পেন

১৯৩৮ - ব্রাজিল ৬-৫ পোল্যান্ড

১৯৫০- ব্রাজিল ৪-০ মেক্সিকো

১৯৫৪- ব্রাজিল ৫-০ মেক্সিকো

১৯৫৮- ব্রাজিল ৩-০ অস্ট্রিয়া

১৯৬২- ব্রাজিল ২-০ মেক্সিকো

১৯৬৬- ব্রাজিল ২-০ বুলগেরিয়া

১৯৭০- ব্রাজিল ৩-১ চুকোস্লাভিয়া

১৯৭৪- ব্রাজিল ০-০ যুগোস্লাভিয়া

১৯৭৮- ব্রাজিল ১-১ সুইডেন

১৯৮২- ব্রাজিল ২-১ সোভিয়েত ইউনিয়ন

১৯৮৬- ব্রাজিল ১-০ স্পেন

১৯৯০- ব্রাজিল ২-১ সুইডেন

১৯৯৪- ব্রাজিল ২-০ রাশিয়া

১৯৯৮- ব্রাজিল ২-১ স্কটল্যান্ড

২০০২- ব্রাজিল ২-১ তুর্কি

২০০৬- ব্রাজিল ১-০ ক্রোয়েশিয়া

২০১০- ব্রাজিল ২-১ উত্তর কোরিয়া

২০১৪- ব্রাজিল ৩-১ ক্রোয়েশিয়া

২০১৮- ব্রাজিল ১-১ সুইজারল্যান্ড

মোট- ১৬ জয়, তিন ড্র ও দুই হার। গোল করেছে- ৪৭টি, প্রতিপক্ষ গোল দিয়েছে ১৯টি।  

মন্তব্য ( ০)





  • company_logo