
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৬৫ দশমিক ৫৯ শতাংশ। রোববার (২০ নভেম্বর) রাতে বাউবি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
জানা গেছে, এবার বাউবির এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট ৪৭,৮০২ (সাতচল্লিশ হাজার আটশত দুই) শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় ২২ হাজার ২৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ১৪ হাজার ৬০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৬৫ দশমিক ৫৯ ভাগ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৩ জন ছাত্র এবং ৫ হাজার ৬০৫ জন ছাত্রী রয়েছে। একই সঙ্গে প্রথম বর্ষের ২৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় বুধবারর দুপুরে ...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় ১৪ বছর আগে চাচাকে হত্যার দায়ে &n...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় বুধবার দুপুর ৩টায় শহরের তিনমাথা ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় দিনে শীতের তীব্রতা কমলেও রাতে এখন...
মন্তব্য ( ০)