• আন্তর্জাতিক
  • লিড নিউজ

দেশজুড়ে বিক্ষোভ করার ঘোষণা দিল ইমরান খানের দল

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০৪ নভেম্বর, ২০২২ ১৪:৩৬:০৩

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চে গুলির ঘটনায় তিনিসহ দলের কয়েকজন নেতা আহত এবং এক কর্মী নিহত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

এক টুইটবার্তায় পিটিআই নেতা আসাদ উমর বলেন, শুক্রবার জুমার নামাজের পর তার দল দেশজুড়ে প্রতিবাদে নামবে। ইমরান খানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। খবর দ্য ডনের।

এদিকে পাঞ্জাবের বার কাউন্সিলও (পিবিসি) শুক্রবার ইমরান খান হত্যা প্রচেষ্টার প্রতিবাদে প্রদেশজুড়ে আদালত বয়কটের ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, আইনজীবীরা শুক্রবার আদালতে হাজিরা দেবে না। ইমরানের ওপর হামলা স্পষ্টতই বিচার ও নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা।

বৃহস্পতিবার পাঞ্জাবে ওয়াজিরাবাদের সমাবেশে ইমরানের ওপর হামলার পর পরই পাকিস্তানজুড়ে পিটিআইয়ের কর্মী ও সমর্থকরা প্রতিবাদে নামে। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে বিভিন্ন শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

হামলার ঘটনায় ইমরানের পায়ে একাধিক গুলি লাগে। গুলিবিদ্ধ ইমরানকে লাহোরের শওকত খানম হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসক ফয়সাল সুলতান জানিয়েছেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল। তিনি ভালো হয়ে উঠছেন।

মন্তব্য ( ০)





  • company_logo