• খেলাধুলা

রিজওয়ানকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ের শীর্ষে সূর্যকুমার

  • খেলাধুলা
  • ০২ নভেম্বর, ২০২২ ১৯:৩৩:১৬

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদব ক্যারিয়ারে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন। দুইয়ে নেমে গেছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে আজ র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ব্যাটারদের র‌্যাংকিংয়ে এগিয়েছেন বিশ্বকাপে সেঞ্চুরি হাকানো গ্লেন ফিলিপস ও বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাকানে রাইলি রুশোও।  

বিশ্বকাপে ভারতীয় ব্যাটার সূর্যকুমার ধারাবাহিক পারফর্ম করেই যাচ্ছেন। সুপার টুয়েলভে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলার পরের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ৪০ বলে ৬৮ রানের দারুণ ইনিংস। উড়ন্ত এই পারফরম্যান্সের দরুন দুই ধাপ এগিয়েছেন তিনি। উঠেছেন শীর্ষে। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে র‌্যাংকিংয়ের চূড়ায় উঠেছেন সূর্য। প্রথম হিসেবে শীর্ষে ছিলেন বিরাট কোহলি।  

সূর্যের বর্তমান রেটিং ৮৬৩। দুইয়ে থাকা রিজওয়ানের রেটিং ৮৪২। এক ধাপ পেছনে নামা নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ের রেটিং ৭৯২।  

এদিকে শীর্ষ দশে উঠে এসেছেন কিউই ব্যাটার গ্লেন ফিলিপস। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সেঞ্চুরির পর ইংল্যান্ডের বিপক্ষে ঝড়ো ফিফটি করেন তিনি। পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে আছেন তিনি। শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন রুশোও। বাংলাদেশের বিপক্ষে ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলে ১৭ ধাপ এগিয়ে তিনি আছেন আটে।

মন্তব্য ( ০)





  • company_logo