• প্রশাসন
  • লিড নিউজ

দিনাজপুর সদরে মন্দিরে কালি প্রতিমা ভাংচুর, আটক ৪

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ২৬ অক্টোবর, ২০২২ ২০:০৯:৫২

প্রতীকী ছবি

সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ দিনাজপুর সদরের উত্তর গোবিন্দপুর গ্রামে শ্মশান কালী মন্দিরে  গেল সোমবার রাতে কালি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় ৪ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। 

জুয়া খেলা এবং চাঁদাবাজির ঘটনায় টাকা পয়সা লেনদেনের জেরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উর্ধতন কর্মকর্তারা।

স্হানীয়রা জানান,  ঘটনার সূত্রপাত সোমবার কালি পূজার রাতে মোবাইল ফোনে লুডুর মাধ্যমে জুয়া নিয়ে।  জুয়ার চলার সময় ৩ টি মোটর সাইকেলে করে ৮ যুবক মন্দিরে পৌছে পিকনিক খাওয়ার নামে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে জুয়াড়ুদের কাছে। এনিয়ে জুয়ার আয়োজকদের সাথে তাদের বাকবিতন্ডা ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময়  ৩ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। এর কিছুক্ষন পরে মন্দিরে কালি প্রতিমা বেদীর পাশে উল্টানো অবস্হায় দেখতে পান ভক্তরা। এতে কালি দেবির আংশিক এবং একই বেদীতে থাকা যৌগিনী এবং ডাকিনী দেবতার মুর্তি কয়েক টুকরা হয়ে গেছে।

কোতয়ালী থানার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনাটি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নিচ্ছেন তারা। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্হল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিনসহ অন্যান্যরা।

আটককৃতরা হ‌লেন, জেলা সদরের চে‌হেলগাজী ইউ‌নিয়নের হ‌বিব চেয়ারম্যানপাড়া এলাকার সুজাত আলীর ছেলে বেলাল উ‌দ্দিন (২৫), বড়ইল গ্রা‌মের লুৎফর রহমা‌নের ছে‌লে তুষার(২০), একই এলাকার হা‌সেম আলীর ছে‌লে র‌কি আহ‌ম্মেদ(৩০), মুজাহেদপুর গ্রা‌মের আবুল হো‌সে‌নের ছে‌লে আসাদুজ্জামান(২৫)।

এদিকে ঘটনাটিকে সাম্প্রদায়িক এবং জঙ্গি তৎপরতা বলে ভিন্নখাতে প্রবাহিত করার চেস্টা চালাচ্ছেন অনেকে।

মন্তব্য ( ০)





  • company_logo