• প্রশাসন

কুড়িগ্রামে বন্যা কবলিত এলাকায় কুষ্ঠ ও গোদ রোগীদের আর্থিক সহায়তা প্রদান

  • প্রশাসন
  • ১৮ অক্টোবর, ২০২২ ২০:৩৩:১৫

ছবিঃ সিএনআই

মোঃ হাসান, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলায় বন্যা কবলিত কুষ্ঠ ও গোদ রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। লেপ্রা বাংলাদেশের আর্থিক সহায়তায় মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন হলরুমে এই অনুদান দেয়া। 

কুড়িগ্রাম সদর উপজেলার ২৩জন কুষ্ঠ ও গোদ রোগীকে ৭৩হাজার ৬০০টাকা প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর বিভাগের ভারপ্রাপ্ত (স্বাস্থ্য) উপপরিচালক ডাঃ হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মঞ্জুর-এ-মুর্শেদ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: শহিদুল্লাহ, মনিটরিং এন্ড লার্নিং অফিসার মিজানুর রহমান, লেপ্রা বাংলাদেশের প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল হান্নান,লেপ্রা বাংলাদেশ মনিটরিং অফিসার বদরুল আলম প্রমুখ।

জেলা সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় জেলার ৮টি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ১৩০জন রোগীকে জনপ্রতি ৩ হাজার ২০০টাকা করে ৪লাখ ১৬ হাজার টাকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo