• প্রশাসন

কুড়িগ্রামে আইন শৃঙ্খলায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় পুলিশ সদস্যদের পুরুস্কার প্রদান

  • প্রশাসন
  • ১৬ অক্টোবর, ২০২২ ২৩:০৯:১৫

ছবিঃ সিএনআই

মোঃ হাসান, কুড়িগ্রামঃ কুড়িগ্রামে আইন শৃঙ্খলায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় জেলা পুলিশের ৩০ সদস্যকে পুরুস্কার প্রদান করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

রোববার(১৬ অক্টোবর) সকালে পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় গত সেপ্টেম্বর/২০২২ মাসে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে ভালো অবদান রাখায় ৩০ টি ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরষ্কৃত করা হয়।

পুরষ্কার প্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ সার্কেল কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে ৬ জন আসামী গ্রেফতারে বিশেষ পুরষ্কার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আজাহার আলী, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন, বার্ষিক ফায়ারিং এ ১ম স্থান হওয়ায় টিআই সদর ট্রাফি সাব্বির আলম চৌধুরী পিপিএম, ৮ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করায় অফিসার ইনচার্জ ডিবি মোঃ আশিকুর রহমান পিপিএম, শ্রেষ্ঠ এড আই,ভিকটিম উদ্ধার,  দ্রুততম সময়ে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তি করায় এসআই কুড়িগ্রাম থানা মোঃ মাজেদুল ইসলাম, শ্রেষ্ঠ নন এফআইআর প্রসিকিউশন দাখিলকারী চিলমারী থানার এসআই মোঃ আতিকুর রহমান, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট মোঃ সুমন রেজা, শ্রেষ্ঠ ডিএসবি সদস্য এসআই মোঃ শফিকুল ইসলাম, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন নাগেশ্বরী থানার এসআই মোঃ শাহীন আহম্মেদ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ভূরুঙ্গামারী থানার এসআই মোরশেদ আলম, শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার জেলা গোয়েন্দা শাখার এএসআই মোঃ ছামছুল ইসলাম, শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী ফুলবাড়ী থানার এএসআই মোঃ সবুজ সরকার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার কুড়িগ্রাম থানার এএসআই মোঃ শামীম রাজ্জাক, সকল কাজে সহায়তা প্রদানে সদর কোর্টের এএসআই মোঃ ফারুক হোসেন, ৪০ টি চোরাই  বাইসাইকেল উদ্ধার ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে কুড়িগ্রাম থানার এএসআই মোঃ আরিফুল ইসলাম, নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এ সেবা প্রদানে চিলমারী থানার এএসআই ইসমোতারা, পুলিশ লাইন্স স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক মাহমুদা পারভীন, শ্রেষ্ঠ সিভিল স্টাফ পুলিশ হাসপাতালের কম্পাউন্ডার আশরাফুল ইসলাম, বার্ষিক ফায়ারিং এ নায়েক বিনয় চন্দ্র ও সদর ফাঁড়ির কনস্টেবল মোঃ মামুন মিয়া, শ্রেষ্ঠ ড্রাইভার কনস্টেবল বিষ্ণুপদ রায়, পুলিশ লাইন্স লাইব্রেরীতে নিয়মিত বই পড়ায় কনস্টেবল মোঃ গোলাম আযম, সাইবার মনিটরিং সোশ্যাল মিডিয়া ও আইটিতে কনস্টেবল মোঃ একরামুল হক, শ্রেষ্ঠ দাপ্তরিক কাজে কনস্টেবল মোঃ শামীম কিবরিয়া, খেলাধুলায় কনস্টেবল মোঃ আসাদুজ্জামান আসাদ, শ্রেষ্ঠ কনস্টেবল মোঃ কামাল, শ্রেষ্ঠ বাবুর্চী মোঃ নুরু হোসেন, পরিচছন্নতাকর্মী হিসেবে মোঃ সানি। পুরষ্কার বিতরণ শেষে কুড়িগ্রাম জেলা পুলিশের ১ জন পুলিশ সদস্যের অবসর জনিত বিদায় ২ জন কর্মকর্তার পদোন্নতি জনিত বিদায়  উপলক্ষে জেলা পুলিশ কতৃক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, সহকারী উপ-পরিচালক, মাদক দ্রব্য অধিদপ্তর, সকল থানার ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য ( ০)





  • company_logo