• উদ্যোক্তা খবর
  • লিড নিউজ

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত

  • উদ্যোক্তা খবর
  • লিড নিউজ
  • ১১ অক্টোবর, ২০২২ ২২:০৪:০৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২ উপলক্ষে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) এবং বাংলাদেশ ইন্সটিটিউট অফ ক্যাপিটাল মার্কেট আয়োজিত ‘বিনিয়োগকারীদের স্থিতিস্থাপকতা এবং টেকসই অর্থায়ন’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে স্বাগত বক্তেব্য বাংলাদেশ ইন্সিটিটউট অব ক্যাপিটাল মার্কেট এর নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার বলেন, “ বিনিয়োগ সপ্তাহের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ইনভেস্টর রেজিলিয়েন্স ও সাস্টেইনেবল ফাইন্যান্স। সহজ বাংলায় বললে বিনিয়োগকারীদের ঘুরে দাঁড়ানোর বা ঝড়-ঝাপ্টা সইবার ক্ষমতা ও টেকসই বিনিয়োগ। দুটো জিনিস আসলে মুদ্রার এপিঠ আর ওপিঠ - কারণ টেকসই বিনিয়োগ করতে পারলেই যে কোন ধরণের দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব। আর এর জন্য প্রয়োজন সঠিক বিনিয়োগ শিক্ষা এবং সেই শিক্ষাকে কাজে লাগানোর মত বাজার বা মার্কেট। আমাদের পুঁজিবাজারকে নিরাপদ করতেও বিনিয়োগকারীদের সঠিক বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে হবে। ”


সেমিনারে ‍“ফাইন্যান্সিয়াল লিটারেসি এন্ড ফাইন্যান্সিয়াল রেজিলেন্স” শীর্ষ প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ একাডেমী ফর সিকিউরিটিজ মার্কেটস্ এর ফ্যাকাল্টি, গ্রেড-৩ ড. নিতাই চন্দ্র দেবনাথ, এফসিএমএ। 

তিনি বলেন, “ফাইন্যান্সিয়াল রেজিলেন্স ব্যাপকভাবে ফাইন্যান্সিয়াল লিটারেসি এর উপর নির্ভরশীল। তিনি তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখান, অশিক্ষিত থেকে শিক্ষিতদের মাঝে ফাইন্যান্সিয়াল রেজিলেন্স বেশি। এক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা, জেন্ডার এর ভূমিকা রয়েছে। তিনি তার সুপারিশও ভবিষ্যত এর জন্য বিনিয়োগ শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।”

সেমিনারে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের প্রভাষক ইমরান মাহমুদ “ ফাইন্যান্সিয়াল সাসটেনেব্যালিটি ফর বাংলাদেশ: দ্যা রোল অব ক্যাপিটাল মার্কেট” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, “ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে টেকসই অর্থায়নে শুধুমাত্র ব্যাংক সেক্টর এর উপর নির্ভর করা যথেষ্ঠ নয়। তিনি তথ্যউপাত্ত বিশ্লেষণ করে কিছু পরামর্শ দেন । এর মাঝে উল্লেখেযোগ্য হলো, এনবিআর কোম্পানি গুলোর জন্য কর মওকুফের পাশাপাশি কার্বন ট্যাক্সিং নীতি জারি করতে পারে। সরকার ব্যাংকিং চ্যানেল থেকে ঋণ নেওয়ার পরিবর্তে তাদের প্রকল্পে অর্থায়নের জন্য টেকসই বন্ড ব্যবহার করতে পারে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি বাধ্যতামূলক ইএসজি রিপোটিং চালু করেত পারে।”

বাংলাদেশ একাডেমী ফর সিকিউরিটিজ মার্কেটস্ (বিএএসএম) এর মহাপরিচালক ড. তৌফিক  আহমেদ চৌধুরী তাঁর আলোচনায় বলেন,‍ “ শুধু বিনিয়োগকারী নয়, মার্কেট মধ্যস্থতাকারী , পলিসি মেকার সহ সকল স্টেকেহাল্ডারেদর ফাইন্যান্সিয়াল এডুকেশন প্রয়োজন। শুধু ফাইন্যান্সিয়াল এডুকেশন নয়, সেভিং এডুকেশন ও আমাদের শিক্ষাব্যবস্থার সিলেবাসে আনতে হবে। এবং এই ফাইন্যান্সিয়াল এডুকেশন এর বিষয়টি আমাদের প্রান্তিক পর্যায় থেকে শুরু করতে হবে। 

এসময় তিনি আরও বলেন, সিস্টেমিক রেজিলেন্স নিয়ে ভাবতে হবে। বাংলাদেশের জন্য আর্থিক সেক্টর নিয়ে আমাদের সমন্বিত ভাবে ভাবতে হবে।”

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের রিসার্চ ফেলো ড. সুবর্ণ বড়ুয়া, সহযোগী অধ্যাপক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর আলোচনায় বলেন, “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সর্বোচ্চ চেষ্টা করেছন টেকসই পুঁজিবাজার তৈরি করার। গ্রীণবন্ড সহ নিত্যনতুন প্রোডাক্ট তারা আনছেন বাজারে। তবে নতুন নতুন এই টার্ম গুলোর সঠিক সংজ্ঞায়ন প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক যেমন গ্রীণবন্ডের নতুন একটি পলিসি প্রকাশ করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর ও এ ধরণের পলিসি থাকা প্রয়োজন।”

সেমিনারে বিশেষ অতিথির বক্তেব্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, “ আর্থিক শিক্ষা ছোটবেলা থেকে মানুষের মাঝে পৌঁছে দিতে পারলে সার্থকতা হবে। অনেক উদ্যোগের মাধ্যমে সকলকে ফাইন্যান্সিয়াল ইনক্লুয়শনের আওতায় আনতে হবে। সরকার এ দিকে সচেষ্ট রয়েছে। আমরাও কাজ করে যাচ্ছি”
 

সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “ ইনেভস্টরেদর রেজিলেন্স এবং সাসটেনেবল ফাইন্যান্স নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। আমরা নতুন কিছু বন্ড ও ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করছি। 

তিনি আরও বলেন, গুজব বাজারের ক্ষতি করে, বিনিয়োগকারীকে বিভ্রান্ত করে। এসময় তিনি সবাই মিলে গুজব প্রতিরোধে কাজ করার আহ্বান জানান। একইসাথে বিআইসিএম এবং বিএএসএম কে তাঁদের গবেষণা কাজের মাধ্যমে বাজারে নিত্যনতুন ইনোভেটিভ প্রোডাক্ট এর আইডিয়া দেয়ার নির্দেশ দেন।”

মন্তব্য ( ১৩৫)





image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
  • company_logo