• জাতীয়

সেন্টারিংয়ের ত্রুটির কারণে জেলা পরিষদের ভবন ধসের কারণ

  • জাতীয়
  • ০৮ অক্টোবর, ২০২২ ২২:২৭:৩৮

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সেন্টারিংয়ের ত্রুটির কারণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবন ধসের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন একাধিক উদ্ধার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, শনিবার (৮ অক্টোবর) বিকের ৪টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নির্মাণাধীন ছাদ বারান্দা ধসে একজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম সাজ্জাদ (১৭)। আহত হয়েছেন আরও ৫ জন।  এ ঘটনায় আহতরা হলেন- রোকন (৩৮), হাসান (২৪), হানিফ (২৫), হানিফ (২৭) ও সোহেল (২৩)।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ছাদটি নির্মাণের যে সেন্টারিং তৈরি করা হয়েছে সেটি দুর্বল ছিল। ঢালাই কাজ চলাকালীন বাঁশে সেন্টারিংটি ভার নিতে নিতে পারেনি।

খাগড়াছড়ি সেনা সদর জোনের উপ অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম বলেন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস মিলে আমরা নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ করছি। আমরা প্রাথমিকভাবে দেখছি চাদের সেন্টারিংয়ের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা চেষ্টা করছি, যতদ্রুত সম্ভব উদ্ধার কাজ চালিয়ে যেতে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি আমরা খতিয়ে দেখব। এখন আর শ্রমিক আটকে আছে কিনা তা দেখছি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পৌর মেয় নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম প্রমুখ।

২০১৮ সালের দিকে পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ শুরু হয়। আজ ভবনটির সামনের অংশে ১৬ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে।

মন্তব্য ( ০)





  • company_logo