• জাতীয়
  • লিড নিউজ

অন্ধকারে ঢাকা, আপন আলোয় চলছে গাড়ি

  • জাতীয়
  • লিড নিউজ
  • ০৪ অক্টোবর, ২০২২ ২২:২৯:১৮

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সারা ঢাকা শহর অন্ধকারে আচ্ছন্ন। নেই বাসা বাড়িতে আলো।

রাস্তার ল্যাম্পপোস্টে দেখা যায়নি আলো। সড়কে যানবাহন চলছে তার নিজস্ব আলোতে।

মঙ্গলবার (৪ অক্টোবর) জাতীয় গ্রিডে বিদ্যুতের সমস্যার কারণে বাসাবাড়ি, রাস্তাঘাট ও দোকানপাটসহ সব স্থান বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। যেটা আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকেও চলমান ছিল। কোথাও কোথাও জেনারেটর মাধ্যমে বিদ্যুতের লাইন সচল রাখার চেষ্টা করলেও অধিকাংশ বাসাবাড়ি, রাস্তাঘাট, সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক খুঁটি কোথাও আলো দেখা যায়নি। রাস্তাঘাট চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছে। যানবাহনগুলো রাস্তাঘাটে চলছে নিজস্ব আলো দিয়ে।

তেমনি দেখা যায় হাইকোর্ট মাজার থেকে সেগুনবাগিচা, পল্টন, ফকিরাপুল ও খিলগাঁও সড়ক দেখা যায় অন্ধকার আর অন্ধকার।

রিকশাচালক ইলিয়াস জানান, ঢাকায় গত পাঁচ বছর তিনি রিক্সা চালাচ্ছেন। এ শহরে এরকম একসঙ্গে গুটগুটে অন্ধকার আগে কখনো দেখেননি।  

তিনি বলেন, বাসাবাড়িতে বাতি নাই। দোকানে বাতি নাই। রাস্তায় বাতি নাই। রিকসা চালাচ্ছি অন্যান্য যানবাহনের আলোতে।

তবে ফকিরাপুল এজিবি এলাকা থেকে একজন জানিয়েছেন, তাদের এলাকায় কিছু কিছু জায়গায় বিদ্যুৎ আছে, আবার কয়েকটি ল্যাম্পপোস্ট আলো জ্বলছে।  

মন্তব্য ( ০)





  • company_logo