• সমগ্র বাংলা

মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে: হুইপ ইকবালুর রহিম

  • সমগ্র বাংলা
  • ০১ অক্টোবর, ২০২২ ২১:৪০:১৬

ছবিঃ সিএনআই

সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সােনার বাংলাদেশ গড়ে তুলতে দেশের সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। 

তিনি আরো বলেন, দুর্গাপূজা এখন সার্বজনীন উৎসব। ধর্ম যার যার উৎসব সবার।  এক সময় দেশে কােন মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারেনি। সকল ক্ষেত্রেই বাধা প্রদান করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করে আসছে, শান্তি আছ, নিরাপদ আছে। জাতি, ধর্ম-বর্ণ, নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা-দারিদ্রমুক্ত ও উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সােনার বাংলাদশ গড়তে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সােনার বাংলাদেশ গড়তে সকল সম্প্রদায়কে নিয়ে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।

আজ শনিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদে মিলনায়তনে সদরের পূজা কমিটির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে  ১৬৭ টি দুর্গাপূজা মন্ডপে সরকারি অনুদান হিসেবে (জিআর-চাল) চাল বরাদ্দপত্র বিতরণ করেন  হুইপ ইকবালুর রহিম।  এসময় বক্তব্যে এসব  কথা বলেন তিনি।

এতে সভাপতিত্ব করনে সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সােহাগ, দিনাজপুর প্রেসক্লাব ও পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সভাপতি স্বরুপ বক্সী বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার,  নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘােষ,  শহর আওয়ামী লীগের শহর কমিটির সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু,আওয়ামী লীগের উপজেলা কমিটির  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মমিনুল ইসলাম, পূজা উদযাপন পরিষদে উপজলা শাখার সভাপতি এ্যাডভোকেট দিজেন্দ্র নাথ রায় প্রমুখ। 

এর আগে সকালে দিনাজপুর প্রেসক্লাবের এম  আব্দুর রহিম মিলনায়তনে চ্যানেল আই এর ২৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম এমপি।

মন্তব্য ( ০)





  • company_logo