• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি
  • ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০১:০৫:২২

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মোলান্দহে র‍্যাবের অভিযানে ওয়াছকুরুনি (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধায় আটক করা হয়। আটক ওয়াছকুরুনি মেলান্দহ উপজেলার চাকদহ, সরদারবাড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র। তার কাছ থেকে আটগ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানাসহ র‌্যাব মেলান্দহের শহীদ মিনার মোড়স্থ মেসার্স আলম অটোহাউজের সামনে থেকে মাদক ব্যবসায়ী ওয়াসকুরুনীকে আটক করে।

এ সময় তার কাছে থাকা আটগ্রাম হেরোইন, ১টি মোবাইল সেটসহ উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৮০ হাজার টাকা।

সে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে রাত ১০টায় প্রেস বিজ্ঞপ্তিতে জানান কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান।

মন্তব্য ( ০)





  • company_logo