• প্রশাসন
  • লিড নিউজ

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:২৩:৩৯

ছবিঃ সিএনআই

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মূল্য তালিকা হালনাগাদ না করা ও ডিলিং লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে দুটি ব্যাবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার উপজেলার মাইজবাগ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ হাফিজা জেসমিন এ জরিমানা করেন।

জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন এর আওতায় উপজেলার মাইজবাগ বাজারের তৌহিদ মিয়াকে মূল্য তালিকা না রাখার কারণে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তৈয়ব আলী স্টোরে মূল্য তালিকা এবং ডিলিং লাইসেন্স না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন বলেন, মাইজবাগ বাজারের বিভিন্ন পণ্যের দাম তদারকি করা হয়েছে। আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo