• সমগ্র বাংলা

নৌকা ডুবিতে দিনাজপুরে উদ্ধার লাশের সংখ্যা বৃদ্ধি

  • সমগ্র বাংলা
  • ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৯:২৬

ছবিঃ সংগৃহীত

সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুর: পঞ্চগড়ের বোদায় নৌকা ডুবির ঘটনায় দিনাজপুরের আত্রাই এবং শাখা নদীতে নিহতদের লাশ উদ্ধারের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১জনে। আজ মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলায় আরো দুই নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে বীরগঞ্জে ১ শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হলো। এর আগে গতকাল সোমবার সারাদিনে খানসামা উপজেলায় ১ শিশু এবং ৪ নারীসহ ৫জনের লাশ উদ্ধার করা হয়েছিল। 

খানসামা থানার ইনচার্জ চিত্তরঞ্জন রায় জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত নতুন করে কারো লাশ উদ্ধার হয়নি। কোতয়ালী থানার ইনচার্জ তানভিরুল ইসলাম জানিয়েছেন,  গতকাল সোমবার বিকালে জেলা সদরের রামডুবি এলাকায় শাখা নদীতে আরেক নারীর লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।  

পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানিয়েছেন, উদ্ধার হওয়া লাশগুলো নৌকা ডুবির ঘটনায় নিহতদের বলে সনাক্তির পর স্বজনদের কাছে তুলে দিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। আরো লাশ ়ভেসে আসতে পারে বলে ধারনা করছরন তারা। এজন্য নদীতে নজরদারি বাড়ানো হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo