• সমগ্র বাংলা

সরিষাবাড়িতে ধানরোপন করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১২:৩৮:১৭

প্রতীকী ছবি

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ধান রোপন করতে গিয়ে জাহিদুল (২৮) নামের এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। নিহত জাহিদুল দক্ষিণ দামোদরপুর গ্রামের হবিবর রহমানের পুত্র।

ব্যবসায়ী আব্দুল কাদের জানান, সরিষাবাড়ি উপজেলাে পোগলদিঘা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামের হবিবুর রহমানের পুত্র জাহিদুল সকালে ধান রোপন করতে যায়।

সকাল ৮টার দিকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে জাহিদুল বাড়ির পাশে কুলপাল চরে রোপাধান রোপন করছিলো। এ সময় তার উপর হঠাৎ বজ্রপাত ঘটলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার পাশেই ধান রোপন করছিলেন রকিক, মোতালেবসহ অন্যরা। 

বজ্রপাতের প্রচন্ড শব্দ ও আলোর ঝলকানিতে জাহিদুলকে মাটিতে পড়ে যাওয়া দেখে তারা দৌড়ে তাকে উদ্ধার করে সরিষিবাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য ৯টার দিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই শেখ ফরিদ বলেন, জাহিদুলের ছোট দুটি মেয়ে রয়েছে। তিন ভাইয়ের মধ্যে জাহিদুল সবার ছোট। দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দূরদূরান্ত থেকে আত্মীয় স্বজন আসছে। দুপুরে তার লাশ দাফন করার সকল প্রস্তুতি  সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo