• আন্তর্জাতিক

ইসরাইল আমাদের অস্ত্র না দেওয়ায় বেজায় কষ্ট পেয়েছি: জেলেনস্কি

  • আন্তর্জাতিক
  • ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩৮:৩২

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইসরাইল আমাদের অস্ত্র না দেওয়ায় বেজায় কষ্ট পেয়েছি। রাশিয়ার হামলা প্রতিহত করতে এবং দেশবাসীকে রক্ষা করতে ইসরাইলের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে ছিলাম।

কিন্তু তেলআবিব শেষ পর্যন্ত কিয়েভের এ মানবিক অনুরোধ রাখেনি। শনিবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপর সামরিক আগ্রাসন চালানোর পর থেকে জেলেনস্কি ইসরাইলের কাছ থেকে আয়রন ডোম চাচ্ছিলেন।

এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ফিলিস্তিনিদের ছোড়া রকেট প্রতিহত করে আসছে। কিন্তু এখন পর্যন্ত এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে না দেওয়ায় এ হতাশা ব্যক্ত করেন জেলেনস্কি।

মন্তব্য ( ০)





  • company_logo