• অপরাধ ও দুর্নীতি

ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় বগুড়ায় ৪ ব্যবসায়ীর জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২০:১৮:১৩

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়া: বগুড়া শহরের উপশহর কাঁচাবাজারে শনিবার দুপুরে আকষ্মিক অভিযান চালিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে সতর্ক করার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ ব্যবসায়ীকে মোট সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযান প্রসঙ্গে তিনি জানান, ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে  সাব্বির স্টোরকে ২ হাজার টাকা, মা স্টোরকে ৩ হাজার, শাহীন সবজি স্টোরকে দেড় হাজার এবং রাজু সবজি স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, মূল্য তালিকা না রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের ইচ্ছামতো দাম ক্রেতাদের নিয়ে থাকে। এতে সাধারণ ক্রেতারা সঠিক দামের থেকে বেশি দামে পণ্য কিনে প্রতারিত হন যা বন্ধে বাধ্যতামূলক সকলের ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা থাকতে হবে। মানসম্মত পণ্য সঠিক দামে ভোক্তারা পাবে এটিই কাম্য সকলের। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে মর্মে জানান এই কর্মকর্তা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য ( ০)





  • company_logo