• জাতীয়

রাজধানীর উত্তরায় দায়িত্ব পালনকালে লরির চাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

  • জাতীয়
  • ২৮ আগস্ট, ২০২২ ১৩:২৪:০২

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় দায়িত্ব পালনকালে লরির চাপায় কাজী মাসুদ (৩৮) নামে এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২৮ আগস্ট) ভোরে উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টরে দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত কাজী মাসুদ ট্রাফিক উত্তরা পূর্ব জোনে কর্মরত ছিলেন।

ইয়াসিন গাজী আরও বলেন, ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তাসিন পাম্পের পূর্ব পাশে দায়িত্ব পালন করছিলেন কাজী মাসুদ। এ সময় পেছন দিক থেকে একটি লরি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে ওই লরির চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কাজী মাসুদ বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের কাজী হেমায়েত উদ্দিনের ছেলে।

মন্তব্য ( ০)





  • company_logo