• আন্তর্জাতিক
  • লিড নিউজ

রাশিয়ার ভয়ে ইউক্রেনে স্বাধীনতা দিবস উদযাপন বাতিল

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৩ আগস্ট, ২০২২ ২৩:২৯:৪০

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সোভিয়েত শাসন থেকে মুক্তির ঐতিহাসিক মুহূর্তের স্মরণে ২৪ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে ইউক্রেনীয়রা। তবে যুদ্ধের কারণে এ বছর রুশ হামলার আশঙ্কা থাকায় জনসাধারণের জন্য স্বাধীনতা দিবসের উদযাপন নিষিদ্ধ করেছে ইউক্রেন সরকার।

আল-জাজিরা জানায়, ইউক্রেনের রাজধানীতে এদিন যেকোনো ধরনের গণসমাবেশ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তা বাহিনীকে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার মতো ঘটনার প্রতিহত করতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

৩১তম স্বাধীনতা বার্ষিকীর প্রাক্কালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সতর্কবার্তার পর এই নিষেধাজ্ঞা আসে। যদিও বর্তমানে রুশ সেনারা কিয়েভ থেকে অনেক দূরে অবস্থান করছে। মার্চ মাসে ইউক্রেনীয় সেনারা রাজধানীতে স্থল আক্রমণ প্রতিহত করার পর থেকে খুব কমই হামলা চালিয়েছে রাশিয়া।

তবে জেলেনস্কি দাবি করছেন, বুধাবার কুৎসিত কোনো হামলা করার চেষ্টা করতে পারে রাশিয়া।

সরকারি নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্বাধীনতা দিবসসংক্রান্ত জনসমাবেশের নিষেধাজ্ঞা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জারি থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo