• সমগ্র বাংলা

ফটিকছড়িতে শ্রী কৃষ্ণের ৫২৪৮তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

  • সমগ্র বাংলা
  • ১৯ আগস্ট, ২০২২ ২২:৫১:৪৮

ছবিঃ সিএনআই

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম ফটিকছড়িতে উদযাপন করা হয়েছে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের ৫২৪৮তম জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে শুভ জন্মাষ্টমী-২০২২ মঙ্গল শোভাযাত্রা র‍্যালিটি সদর বিবিরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সেবা খোলা মন্দির প্রদক্ষিণ করে পরবর্তীতে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার সভাপতি মাষ্টার আশীষ চক্রবর্তীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও উত্তরজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড.সালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল 

হোসেন, এড. উত্তম কুমার মহাজন, এড. তরুন কিশোর দেব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় কৃঞ্ষ বৈস্নব, সাধারণ সম্পাদক রতন কুমার চৌধুরী, ফটিকছড়ি পূজা পরিষদের সভাপতি অধ্যাপক দয়াল রায়, সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল, ফটিকছড়ি গীতা শিক্ষা কমিটির সভাপতি সুমন বণিক, নাজিরহাট পূজা পরিষদের সভাপতি ডা. স্বপন দত্ত, ভূজপুর পূজা পরিষদের সভাপতি পন্ডিত লিংকন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রঞ্জিত শীল, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি সুজিত চক্রবর্তী।

র‍্যালীর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বরুণ আচার্য্য বলাই।

বর্ণাঢ্য শোভাযাত্রায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ, গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)'র সকল নেতৃবৃন্দ, ফটিকছড়ি উপজেলা পূজা পরিষদ, ভূজপুর থানা পূজা পরিষদ, ফটিকছড়ি পৌরসভা পূজা পরিষদ, নাজিরহাট পৌরসভা পূজা পরিষদ, জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র ইসকন নেতৃবৃন্দ সহ অসংখ্য ভক্ত দর্শনার্থীরা র‍্যালীতে অংশগ্রহণ করেন।

মন্তব্য ( ০)





  • company_logo