• জাতীয়
  • লিড নিউজ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৭ জেলে উদ্ধার

  • জাতীয়
  • লিড নিউজ
  • ১৯ আগস্ট, ২০২২ ১৫:২৬:৪০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি হাওলাদার নামের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ভাসমান ১৭ জেলেকে উদ্ধার করেছে অপর একটি ট্রলার।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারের মালিকের নাম মো. সুজন।

তার বাড়ি বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। এছাড়া উদ্ধার হওয়া অন্যান্য জেলেদের বাড়িও পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাস্টার বলেন, এফবি হাওলাদার নামের ট্রলারটিতে করে গভীর সমুদ্রে মাছ ধরছিল ১৭ জেলে। সকাল ৯টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ওই ট্রলারটি ডুবে যায়। কয়েক ঘণ্টা পরে তাতে থাকা ১৭ জেলেকে ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করে পাথরঘাটার আনছার খানের ট্রলারের মাঝি ইসমাইল হোসেনসহ অন্যান্য জেলেরা।

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাস্টার বলেন, এফবি হাওলাদার নামের ট্রলারটিতে করে গভীর সমুদ্রে মাছ ধরছিল ১৭ জেলে। সকাল ৯টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ওই ট্রলারটি ডুবে যায়। কয়েক ঘণ্টা পরে তাতে থাকা ১৭ জেলেকে ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করে পাথরঘাটার আনছার খানের ট্রলারের মাঝি ইসমাইল হোসেনসহ অন্যান্য জেলেরা।

এদিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সকাল থেকে এখন পর্যন্ত চারটি মাছ ধরা ট্রলারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

মন্তব্য ( ০)





  • company_logo