• অপরাধ ও দুর্নীতি

পাবনায় নৌকায় অশ্লীলতার অভিযোগে নারীসহ আটক ১৫

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৯ আগস্ট, ২০২২ ০০:৫৭:৪৭

ছবিঃ সিএনআই

তোফাজ্জল হোসেন বাবু,পাবনাঃ পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকার বিলে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ নারী, ১১ কিশোরসহ ১৫ জনকে আটক করেছে। 

বুধবার দিবাগত মধ্যরাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো পাবনার ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের আঃ হান্নানের ছেলে নাজিম উদ্দিন (১৯), এবাদত হোসেনের ছেলে হাসু আহমেদ (২২), আমির হোসেনের ছেলে আজমত (২৪), রফিকুল ইসলামের ছেলে শাকিল (১৯), আঃ কুদ্দুসের ছেলে সোহেল (২১), আসিব আলীর ছেলে অঃ কাদের (১৯), মকুল হোসেনের ছেলে সোহান (১৯), আঃ ছাত্তারের ছেলে রফিকুল (১৯), আফসার আলীর ছেলে আলাইদ্দিন (১৯), গজারমারা গ্রামের রিপন হোসেনের ছেলে শাকিল (১৮), শাহনগরের মোজাহার আলীর ছেলে মথু ইসলাম (১৫), নাটোরের বড়গাছা মহল্লার হাসমত মন্ডলের স্ত্রী নিসাবা বেগম কিরণ (২৪), নাটোরের গুড়পাড়ার তোফাজ্জল হোসেনের মেয়ে অয়শা পারভীন (১৬), নৌকার মাঝি চাটমোহরের করকোলা গ্রামের তোরাব আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩২) ও তার সহকারী কুষ্টিয়ার ঠাকিমারার ইলাম হোসেনের ছেলে জহুরুল (২৭)।

পুলিশ সুত্রে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার একদল কিশোর নাটোর থেকে ৩ জন নাবালিকা ভাড়া করে এনে নৌকায় ফুর্তি করতে বের হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজিব শাহরীনের নির্দেশে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ হান্ডিয়াল এলাকার পাকপাড়া কাটা গাঙ-এ অভিযান চালায়। এ সময় একটি নৌকায় গান বাজনাসহ অশ্লীলতা চলছিল। পুলিশ নৌকায় অভিযান চালিয়ে ১২জন কিশোর, ২জন নারী ও নৌকার ২ জন কে আটক করে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

উল্লেখ্য,প্রতিবছরই বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে নৌকা ভ্রমনের নামে বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে নৌকায় উঠতি যুবকরা আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। চলে দেহ ব্যবসা। এবারও এমন ঘটনা ঘটছে। 

অপরদিকে চাটমোহর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২জন, সিআর মামলার ৪জন এবং নিয়মিত মামলার ১জন আসামীকে গ্রেফতার করেছে। 

মন্তব্য ( ০)





  • company_logo