• আন্তর্জাতিক
  • লিড নিউজ

তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে জবাব দিলেন না ট্রাম্প

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ১২ আগস্ট, ২০২২ ১১:৩৫:১৮

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পারিবারিক ব্যবসা নিয়ে তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে প্রশ্নের জবাব দেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক বিবৃতিতে জেরা করারর জন্য নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল ও তদন্তের সমালোচনা করেন তিনি।বিবিসি জানায়, ঋণ ও কর সুবিধা পাওয়ার জন্য ট্রাম্প সম্পদের সঠিক মূল্য না জানিয়ে কর্মকর্তাদের বিভ্রান্ত করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। 

যদিও ট্রাম্প বলছেন, তিনি কোন অন্যায় করেননি। তাকে হেয় করার জন্য প্রচারণা চালাতে এই তদন্ত করা হচ্ছে।

এর আগে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে আরেকটি অভিযোগে তল্লাশি চালায় মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। 

এর পরপরই এমন জেরার মুখোমুখি হয়ে ক্ষুব্ধ ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রতিটি নাগরিককে যে অধিকার দেওয়া হয়েছে সে অনুযায়ী আমি প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছি।”যদিও অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে, তাদের তদন্ত চলবে। আইন ও তথ্য প্রমাণ যেদিকে নিয়ে যায় তারা সেদিকে যাবেন তারা।

 

মন্তব্য ( ০)





  • company_logo