• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১২

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০৮ আগস্ট, ২০২২ ২৩:০১:২৩

ছবিঃ সিএনআই

মোঃফারুক হোসেন,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপির ১৩০ জন নেতাকর্মীকে আসামী করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিবগঞ্জ থানার এসআই সিহাব বাদি হয়ে গতকাল রবিবার রাতে এই মামলাটি দায়ের করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১০০জনকে আসামী করা হয়েছে। এবং এ পর্যন্ত ১২জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি।

উল্লেখ্য,  কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গতকাল রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা কৃষকদলের ব্যানারে তেল, গ্যাস, সারসহ নিত্য পন্যের মূল্য বৃদ্ধি, ঘনঘন লোডশেডিং এবং ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নূরে আলমের হত্যার প্রাতবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে শিবগঞ্জ বাজারের ইসলামি ব্যাংক মোড়ের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা। 

এসময় রাস্তায়যানজটের সৃষ্টি হলে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে সমাবেশের পরামর্শ দেয়। এরই একপর্যায়ে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীদের ছুঁড়া ইটপাটকেলে ইসলামি ব্যাংকের জানালার কাঁচ ভাঙচুরসহ এক পুলিশ সদস্যসহ অন্তত ৫জন আহত হয়। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

 

 

 

 

মন্তব্য ( ০)





  • company_logo