• সমগ্র বাংলা

চাটমোহরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত 

  • সমগ্র বাংলা
  • ০৮ আগস্ট, ২০২২ ২০:৩৯:২৩

ছবিঃ সিএনআই

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা: পাবনার চাটমোহরে সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণ পৃথক কর্মসূচি পালন করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর সকালে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচির আয়োজন করে। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর হামিদ মাস্টার, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী, শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আ. হালিম প্রমূখ। আলোচনা সভা শেষে ৭জন দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মোহাম্মদ কামাল জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আ. মান্নান মাস্টার, এ্যাড. স্বপ্না রানী সরকার, সাবিনা ইয়াসমিন রানী, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু প্রমূখ। শেষে দোয়া পরিচালনা করেন মওলানা মো. আঃ লতিফ।

#

মন্তব্য ( ০)





  • company_logo