• জাতীয়

এটিইউ কর্তৃক যুদ্ধপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • জাতীয়
  • ০৮ আগস্ট, ২০২২ ১৮:১০:৪৫

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ আগস্ট (রবিবার) বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপি, শাহ আলী থানাধীন এলাকা থেকে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল১ এর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীর নাম- মো: নজরুল ইসলাম (৭৫), পিতা: মৃত নয়ন আলী জর্দ্দার। 

মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে চলে যায় এবং দীর্ঘ ৫বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে বিজ্ঞ ট্রাইবুন্যাল ২৮ জুলাই রায় ঘোষণা করে। রায়ে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩ এর ২, ৩ এর ৪ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ 
এবং গণহত্যারঅভিযোগ প্রমাণিত হয়।

রায়ে অন্যান্য আরো ৫ আসামীর সাথে পলাতক নজরুল ইসলামকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য ( ০)





  • company_logo