• রাজনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: জাপার কর্মসূচি ঘোষণা

  • রাজনীতি
  • ০৭ আগস্ট, ২০২২ ২৩:৪৬:৩০

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।

রোববার (৭ আগস্ট) সকালে দলটির বনানী কার্যালয়ে এক সভায় এই কর্মসূচি ঘোষণা করেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

জাপা সূত্রে জানা গেছে, জি এম কাদেরের উপস্থিতিতে মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হবে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

অপরদিকে, বুধবার (১০ আগস্ট) সারাদেশে বিভাগীয়, জেলা, উপজেলা ও সব ইউনিটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জাপা।

মন্তব্য ( ০)





  • company_logo