• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

বেনাপোল বন্দরে আমদানিকৃত পণ্যর মধ্যে ভারতীয় ফেন্সিডিল আটক

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০৭ আগস্ট, ২০২২ ২১:০২:১১

ছবিঃ সিএনআই

ওসমান গনি,বেনাপোলঃ বেনাপোল বন্দরে আমদানিকৃত পন্যবাহী ট্রাকে মিললো নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল ও যৌন উত্তজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ঔষুধ।

ঢাকার আমদানি কারক প্রতিষ্ঠান স্মার্ট লাইফ ফুটওয়ার ইন্ডাস্ট্রিজ ৭ আগষ্ট মাইক্রাসল পিটি নাম একটি পন্য আমদানি  করন। যার আমদানি মুল্য ৩৭ হাজার মার্কিন ডলার। পন্যচালানটির রপ্তানি প্রতিষ্ঠানর নাম এসএস ব্লু-কম ইন্ডাস্ট্রি  রাজস্থান ভারত। ভারতীয়  ট্রাক নং ডাব্লিউ বি ৪১ই ০৯১৮ গাড়ি রোববার সকালে বেনাপোল বন্দরে প্রবেশের পর বিশেষ গোপন খবরে কাস্টমস ট্রাকটি আটক করে বিভিন সংস্থার সামনে গাড়ির ত্রিপাল খুলে ৫৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং বিভিন ধরনর ঔষধ খুঁজে পায়। সেজুতি এটারপ্রাইজ নামক একটি সিএন্ডএফ এজেন্ট পন্যচালানটি খালাশের আগেই কাস্টমসের জালে ধরা পড়ে গেল চারাই  পণ্য ভর্তি ট্রাকটি।

বেনাপোল কাস্টমসের যুগ্ম- কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, দীর্ঘদিন ধর একটি চক্র আমদানি পন্যবাহি ট্রাক চোরাচালানের মালামাল পাচার করছে। গত ৩ মাস এধরনের অনকগুলো চালান আটক করা হয়েছে।  ট্রাকের চালক আমদানি কারক এবং সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে থানায় ফোজদারি মামলা রুজু করা হবে। 

 

 

মন্তব্য ( ০)





  • company_logo