• অর্থনীতি

আরও ১ শতাংশ বাংলাদেশি পণ্য ও সেবার শুল্কমুক্ত সুবিধা দেবে চীন

  • অর্থনীতি
  • ০৭ আগস্ট, ২০২২ ১৪:০১:২৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ৯৮ শতাংশের পর নতুন করে আরও ১ শতাংশ বাংলাদেশি পণ্য ও সেবার শুল্কমুক্ত সুবিধা দেবে চীন। সব মিলিয়ে বাংলাদেশের ৯৯ শতাংশ পণ্য ও সেবা বিনাশুল্কে চীনে প্রবেশাধিকার পাবে।

রোববার সকালে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে নতুন এই সুবিধা দেওয়ার কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমাদের ক্রমবর্ধমান রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য সেটি হচ্ছে ৯৮ শতাংশ আইটেমে (চীন) ডিউটি ফ্রি করেছিল। ১ সেপ্টেম্বর থেকে আরও অতিরিক্ত ১% শতাংশে ডিউটি ফ্রি সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। 

বাড়তি এই ১ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার চীনা মন্ত্রীর সফরে বাংলাদেশের জন্য ‘সবচেয়ে বড় প্রাপ্তি’ বলে উল্লেখ করেছেন  প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ঢাকা সফরে দুই দেশের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে

মন্তব্য ( ০)





  • company_logo