• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় হিলিয়াম রেস্টুরেন্টের রান্নাঘরে তেলাপোকা: জরিমানা ২০ হাজার টাকা

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৪ আগস্ট, ২০২২ ১৯:৫৭:০৬

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়,বগুড়া: বগুড়া শহরের জলেশ্বরীতলার সুপরিচিত হিলিয়াম রেস্টুরেন্টে অভিযান চালিয়ে রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ ও তেলাপোকা পাওয়ায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একই সাথে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সতর্কও করা হয় অভিযানে।

বৃহস্পতিবার দুপুরে আকস্মিক এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী। অভিযানে জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

মুঠোফোনে অভিযানের নেতৃত্বে থাকা সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী জানান, হিলিয়াম রেস্টুরেন্টের খাবারের বেশ প্রশংসা থাকলেও সাধারণ ক্রেতারা কেউ তো রান্নাঘরে আর যায়না। আকষ্মিক এই অভিযান চালিয়ে তাদের রান্নাঘরে বেশ অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনেক জায়গায় তেলাপোকার উপস্থিতি দেখা যায়। তাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন জনস্বার্থে বগুড়ায় তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য ( ০)





  • company_logo