• অপরাধ ও দুর্নীতি

চুয়াডাঙ্গার দর্শনায় ৮০ হাজার ইউএস ডলার আটক

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৩ আগস্ট, ২০২২ ২৩:৪৯:২১

ছবিঃ সিএনআই

মামাুন মোল্লা,চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গার দর্শনায় গোপন সংবাদের ভিত্তিতে ৮০ হাজার ইউএস ডলার আটক করতে সক্ষম হয় বিজিবি। 

জানা গেছে, বুধবার ৩ আগস্ট সকাল ১১ টায় গোপন সংবাদের  ভিত্তিতে  ডলার পাচারের সংবাদ পায় চুয়াডাঙ্গা দর্শনা ফুলবাড়ি সীমান্ত ফাড়ির বিজিবি সদস্যরা। 

এ সময় চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ মোঃ ইশতিয়াক এর নির্দেশনায় ফুলবাড়ী সীমান্ত ফাড়ির  কমান্ডার নায়েব সুবেদার  আহসান কবির ও টহল কমান্ডার নায়েক ফারুক হোসেন বিশেষ টহল অভিযান পরিচালনা করেন।   সেখানে অবস্থানরত  বিজিবি সদস্যরা অজ্ঞাত ধাওয়া করলে ঐ ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এসময় ব্যাগ থেকে ৮ প্যাকেটে মোড়ানো ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করে বিজিবি সদস্যরা।

এ বিষয়ে দর্শনা  থানায়  আটককৃত ইউএস ডলারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য ( ০)





  • company_logo