• তথ্য ও প্রযুক্তি

টিকটকে যুক্ত হলো ৬টি ভিডিও গেম

  • তথ্য ও প্রযুক্তি
  • ০১ আগস্ট, ২০২২ ২৩:৫৫:৫৮

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ ভিডিও দেখার পাশাপাশি গ্রাহকদের গেমিংয়ের অভিজ্ঞতা দিচ্ছে চায়নিজ সামাজিক মাধ্যম টিকটক। পরীক্ষামূলকভাবে ছয়টি নতুন গেম যুক্ত করা হয়েছে অ্যাপটিতে।

 

এই উদ্যোগটি গেমিং নিয়ে টিকটকের ভবিষ্যৎ পরিকল্পনার পাইলট প্রজেক্ট হিসেবেই দেখা হচ্ছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী টেকক্রাঞ্চ জানায়, টিকটকে যুক্ত হওয়া গেমগুলোর মধ্যে রয়েছে ভোডু, নাইট্রো গেমস, এফআরভিআর, আইম ল্যাব এবং লোটেম। এছাড়া আরও কিছু গেম যুক্ত করতে ডেভেলপারদের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।

গেম খেলার পাশাপাশি এর ভিডিও শেয়ার করারও অপশন রেখেছে টিকটক। পাশাপাশি ব্যবহারকারীরা সেই ভিডিওর ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তার অবস্থান বা ভিডিও বিবরণও লিখতে পারবেন।

 

টিকটকের মুখপাত্র টেকক্রাঞ্চকে এক বিবৃতিতে বলেন, “আমরা সর্বদা আমাদের প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। নিয়মিতভাবে নতুন নতুন অপশন ও ফিচার পরীক্ষা করি আমরা। বর্তমানে আমরা থার্ড পার্টি গেম ডেভেলপার ও স্টুডিওগুলোকে টিকতকে আনার চেষ্টা করছি।”

টিকটক ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ বাড়াতে ও নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতেই গেমিংয়ের ফিচারটি ডিজাইন করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo