• আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানে বন্যায় ১৩৬ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক
  • ০১ আগস্ট, ২০২২ ২৩:৪৫:৪৯

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে ৫৬ জন পুরুষ, ৩৩ জন নারী ও ৪৭ জন শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৭০ জন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) সর্বশেষ পরিসংখ্যানের বরাতে এই তথ্য জানিয়েছে জিও টিভি। পিডিএমএর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বন্যায় ১৩ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় সাড়ে ৩ হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়াও ভারী বর্ষণে ১৬টি সেতু ও ৬৪০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে আটটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আকস্মিক বন্যায় ২০,০০০ গবাদি পশু মারা গেছে। ১৯৮,০০০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

রোববার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোমবার বেলুচিস্তানে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সরবরাহের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্সে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে রয়েছে পাকিস্তান। আবহাওয়া অপরিবর্তিত থাকায় বন্যায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo