• খেলাধুলা

ভারতকে টপকে তৃতীয় স্থানে শ্রীলংকা

  • খেলাধুলা
  • ২৯ জুলাই, ২০২২ ১৯:৩৫:০৬

ছবিঃ সিএনআই

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানকে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে হারিয়ে ভারতকে টপকে গেল শ্রীলংকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন তিন নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা। একই সঙ্গে পাকিস্তানকেও পিছনে ফেলে দিল তারা। 

সদ্য শেষ হওয়া স্বাগতিক শ্রীলংকা বনাম পাকিস্তানের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাবর আজমরা। সিরিজে প্রথম ম্যাচ জয়ের পর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান ছিল পাকিস্তানের। চতুর্থ স্থানে ছিল ভারত। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে হারের কারণে শ্রীলংকা নেমে গিয়েছিল ষষ্ঠ স্থানে। গলে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা ঘুরে দাঁড়াতেই পাল্টে গেল সব পরিসংখ্যান। ৫৩ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে শ্রীলঙ্কা। ৫২ দশমিক ০৮ শতাংশ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে ৪র্থ স্থানে। আর ৫১ দশমিক ৮৫ শতাংশ পয়েন্ট নিয়ে পাকিস্তান নেমে গিয়েছে ৫ম স্থানে।

এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৭১ দশমিক ৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ষষ্ঠ স্থানে। ৩৩ দশমিক ৩৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে সপ্তম স্থানে। ২৫ দশমিক ৯৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ইংল্যান্ড। মাত্র ১৩ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ।

মন্তব্য ( ০)





  • company_logo