• রাজনীতি
  • লিড নিউজ

মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখানো হচ্ছে: ফখরুল

  • রাজনীতি
  • লিড নিউজ
  • ২৯ জুলাই, ২০২২ ১০:৪৮:১৭

ছবিঃ সংগৃহীত

মাথাপিছু আয় বেশি দেখাতে সরকার দেশের জনসংখ্যা কম দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। যেকোনো মানুষ বুঝবে যে, আমাদের হিসাবে আসে প্রায় ১৮ কোটি মানুষ।সেখানে ১৬ কোটি মানুষ দেখালে তো মাথাপিছু আয় বেশি দেখানোর সুবিধা হবেই।

জনশুমারির গণনা নিয়ে সরকারের মন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, এবার জনশুমারির গণনায় তারাই স্বীকার করেছেন যে, জনশুমারির গণনা সঠিক হয়নি, বাড়ি বাড়ি যায়নি।

একটা বাড়িতে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করেছে যে, এই বাড়িতে কতজন লোক খায়। ও (দারোয়ান) তো এতো সব বুঝে না। সে বলেছে যে, দিনের বেলা দুইজন খায়, রাতের বেলা চারজন খায়। এই যে বিষয়গুলো…এটা তো জনশুমারি হতে পারে না।

তিনি বলেন, এসব করে মানুষকে বিভ্রান্ত করা, প্রতারণা করা। পুরো সরকারটাই প্রতারণার ওপর দাঁড়িয়ে আছে। এটা একটা টোটালি ফেক গভার্মেন্ট।

বুধবার ২০২২ সালের জনশুমারির তথ্য প্রকাশ করে সরকার বলছে, বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

মন্তব্য ( ০)





  • company_logo