• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৭ জুলাই, ২০২২ ২১:৫৫:৩৯

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার সদর উপজেলার রুহিয়া থানার বিভিন্ন স্থানে ওই ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

জানা যায়, ওই দিন সদর উপজেলার রুহিয়ার বাজার, রামনাথ হাট, গোয়াগাঁও, নামাজপাড়া ও পাটিয়াডাঙ্গী বাজারে  অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুহিয়া গোয়াগাঁও এলাকার নিউজ বিপ্লব ব্রেড বেকারীকে ৫ হাজার টাকা এবং চৌরঙ্গী বাজারের রফি এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।  

ওই দিন সদর উপজেলার রুহিয়া থানার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। 

এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

মন্তব্য ( ০)





  • company_logo