• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বৃদ্ধি: ব্যবসায়ীকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৬ জুলাই, ২০২২ ২২:৫৬:৫২

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বৃদ্ধির মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করার অভিযোগে মঙ্গলবার শহরের ফতেহ আলী বাজারে আকস্মিক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে ধ্বংস করা হয় প্রায় ২০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ।

অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে বগুড়ার ফতেহ আলী বাজারে কিছু ব্যবসায়ী অসাধু উপায়ে অতিরিক্ত মুনাফার লোভে চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রি করছে। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। বিষয়টি আমলে নিয়ে তারা জনস্বার্থে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনার সত্যতা পেয়ে বাজারের শাকিল মাছ ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই দোকানের প্রায় ২০ কেজি জেলিযুক্ত মাছ ধ্বংস করা হয়।

তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

মন্তব্য ( ০)





  • company_logo