• রাজনীতি
  • লিড নিউজ

‘জনগণই আ.লীগের শক্তির উৎস’

  • রাজনীতি
  • লিড নিউজ
  • ০৬ জুলাই, ২০২২ ২১:৪৩:৫৬

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জনগণই আওয়ামী লীগের শক্তির উৎস বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “আমরা মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশিত জনগণের মতামতের প্রতি সব সময়েই আমরা শ্রদ্ধা জানাই।”

বুধবার (৬ জুলাই) সকালে নিজ বাসভবনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বর্তমান সরকারের কার্যক্রম উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “দেশে এ যাবৎ নির্বাচনব্যবস্থা যতটুকু উন্নতি হয়েছে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত আওয়ামী সরকারই এ উন্নতি করেছে। গণতন্ত্রকে অবরুদ্ধ করেনি শেখ হাসিনা সরকার বরং অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “পদ্মা সেতু উদ্বোধনের পর শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় বিএনপি নেতাদের বুকে বিষজ্বালা বেড়েই চলছে, আর এ থেকেই হতাশায় ভুগতে থাকা বিএনপি নেতারা আবোল-তাবোল বলছেন।”

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, “দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছেন। তারা মিডিয়ায় ঝড় তুলছেন, সংসদে আনুপাতিক হারের চেয়ে বেশি সময় পাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন পার্লামেন্টে।”

তিনি আরও বলেন, “ষড়যন্ত্রের মন্ত্র ও ক্ষমতার তন্ত্রে বিভোর বিএনপির এ দেশের গণতন্ত্র, জনমত, নির্বাচন এবং রাজনীতির অর্থবহ ও কল্যাণকর কোনো পন্থাতে আস্থা ছিল না, এখনো নেই।”

মন্তব্য ( ০)





  • company_logo