• সমগ্র বাংলা
  • লিড নিউজ

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে হাতীবান্ধায় কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৬ জুলাই, ২০২২ ২০:৪৬:০৮

প্রতীকী ছবি

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাটঃ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার নির্মিতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা লালমনির হাটের হাতীবান্ধা উপজেলায় অনুষ্ঠিতহয়েছে

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ও লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের সহযোগীতা এ কর্মশালা অনুষ্টিত হয়।  হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন এর সভাপতিত্বে 

 প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা  মোতাহার হোসেন এমপি, বিশেষ অতিথি জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, ৬১ বিজিবি'র তিস্তা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত  অধিনায়ক মেজর আহাম্মদ নূরুদ্দিন খান।, মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তর রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন বাচ্চু, উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল তাপস সরকার, লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার,হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম, হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ, ইউপি চেয়ারম্যান মানোয়ার হোসেন দুলুসহ অন্যারা। 

কর্মশালা মাদকের উপকারীতা ও অপকারীতা এবং মাদক চোরাচালান বিস্তার ও সেবনরোধ কল্পে ব্যাপক আলোচনা করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo