
ছবিঃ সিএনআই
সালাহ উদ্দিন,দিনাজপুরঃ পদ্মা সেতু এক্সপ্রেস হাইওয়েসহ আন্তঃজেলার মধ্যে বাইক চালানোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে দিনাজপুর শহরে মানববন্ধন কর্মসূচি পালন করছে স্থানীয় বাইকাররা। আজ মঙ্গলবার বিকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন তারা।
নিম্ন মধ্যবিত্ত পরিবারের ভোগান্তি অবসানে যে কোন পরিস্থিতিতে সু্বিধাজনক নিজস্ব বাইকে নিকটবর্তীর পাশাপাশি দুরের আন্তজেলার গন্তব্যে চলাচলের জন্য অস্হায়ী ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ মোটর সাইকেল চলাচলের দাবি জানিয়েছেন বাইকাররা।
এসময় উপস্হিত ছিলেন স্হানীয় বাইকার খায়রুল আমিন, স্বপন রায় এবং ফাহিম ইসলামসহ অন্যান্যরা।
দিনাজপুর প্রতিনিধিঃ প্রেমিকার বিগড়ে যাওয়া মন গলাতে&n...
এহসান রানা ,ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূজ...
ওসমান গনি,বেনাপোলঃ বেনাপোল বন্দরে আমদানিকৃত পন্যবাহী...
রাশেদ খান,টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন গোপাল...
মন্তব্য ( ০)