• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

বগুড়ায় তেলের বাজার নিয়ন্ত্রণে অভিযান:৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০৪ জুলাই, ২০২২ ২২:৩৭:৩৭

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়,বগুড়া: বগুড়ায় তেলের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৫টি প্রতিষ্ঠানে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের কলোনী বাজারে অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে বিসমিল্লাহ ওয়েল মিলে ৩ হাজার টাকা, নয়ন স্টোর, লালমিয়া ষ্টোর,আয়েশা ও রাজা স্টোর প্রতি প্রতিষ্ঠানে ২ হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে তাদের অর্থদণ্ড দেওয়া হয়। প্রতিষ্ঠান পাঁচটি তাদের মূল্যে তালিকা প্রদর্শন করতে পারেনি। পাশাপাশি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ভোক্তাদের থেকে বেশি মূল্য আদায় করছিলেন তারা। অভিযানে জেলা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার কাজে উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo