
ছবিঃ সিএনআই
সালাহ উদ্দিন,দিনাজপুরঃ র্যাব-১৩, এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ অভিযানে
কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার পঞ্চগড় জেলার দেবীগঞ্জেন ৮ নং দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ (ঢাকাইয়া পাড়া) ওই অভিযান চালান তারা।
সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ ইমেইলে পাঠানো প্রেস বিজ্ঞতিতে জানান, মূর্তিটি ভারতে পাচারের চেষ্টার গোপন সংবাদের খবরের ভিত্তিতে অভিযান চালান তারা।
এসময় ১০ দশমিক ৯ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ পাচারকারী চক্রের সদস্য প্রধানাবাদ ঢাকাইয়াপাড়ার বাসিন্দা আনিসুর সরকার (৪০) মমিনুল সরকার(৩৫) আটক করেছেন তারা। মূর্তিটির মূল্য ধরা হয়েছে ৮ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ধৃত দুজনকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় হস্হান্তরসহ বাদী হয়ে মামলা দিয়েছে র্যাব।
দিনাজপুর প্রতিনিধিঃ প্রেমিকার বিগড়ে যাওয়া মন গলাতে&n...
এহসান রানা ,ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূজ...
ওসমান গনি,বেনাপোলঃ বেনাপোল বন্দরে আমদানিকৃত পন্যবাহী...
রাশেদ খান,টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন গোপাল...
মন্তব্য ( ০)