• আন্তর্জাতিক

হিমাচলে বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ নিহত ১৬

  • আন্তর্জাতিক
  • ০৪ জুলাই, ২০২২ ১৭:২৪:২১

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হিমাচল প্রদেশের কুল্লুতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন স্কুল শিক্ষার্থীও রয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার সকাল ৮টার দিকে সাঁজগামী বাসটি জংলা গ্রামের কাছে এসে খাদে পড়ে যায়। বাসের সামনের দিক পুরোপুরি দুমড়েমুচড়ে গেছে।

কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় কর্মকর্তারা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “হিমাচলের বাস দুর্ঘটনা সত্যিই হৃদয় বিদারক। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে।”

প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করে জানিয়েছে, দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo