• সমগ্র বাংলা

গোপালপুরে বখাটেদের হামলায় নবম শ্রেণীর ছাত্র হাসপাতালে ভর্তি

  • সমগ্র বাংলা
  • ০৩ জুলাই, ২০২২ ১৯:৫৯:৪৬

প্রতীকী ছবি

নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের গোপালপুরে বখাটেদের হামলায় মারাত্বক আহত হয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে সজিব মিয়া নামে নবম শ্রেণির এক ছাত্র। ছুটির পর শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বখাটেদের হাতে দেশিয় অস্ত্র দিয়ে সজিবসহ আরো ৩ ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তারা মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর হাতেম আলী বি.এল.উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

জানা যায়, দিঘলআটা গ্রামের আ. আজিজের ছেলে আব্দুল্লাহ ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। তার বিরুদ্ধে ক্লাস ফাঁকি দিয়ে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করাসহ নিয়মবহির্ভূত কাজে লিপ্ত থাকার একাধিক অভিযোগ। বৃহস্পতিবার প্রধান শিক্ষক সজিবকে ডেকে আব্দুল্লাহকে ধরে আনার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে সজিব দশম শ্রেণির ছাত্র জাহিদুলকে সাথে নিয়ে তাকে ধরে প্রধান শিক্ষকের সামনে হাজির করে। পরে প্রধান শিক্ষক আব্দুল্লাহকে শাস্তি দিয়ে ছেড়ে দেন।

এ ঘটনায় ক্ষুব্দ হয়ে আব্দুল্লাহ বিদ্যালয়ের বাহিরের কতিপয় বখাটে বন্ধু রাকিব, বুলবুল, রিপন ও সাইমকে দিয়ে ছুটির পর দেশিয় অস্ত্র দ্বারা সজিবসহ দশম শ্রেণির জাহিদুল ইসলাম, আলামিন ও হৃদয় তরফদারের উপর হামলা চালায়। হামলায় সজিবের মুখমন্ডলের নানা স্থানে ফেটে ও কেটে যায়। তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে যায়।

প্রধান শিক্ষক আব্দুল জলিল তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ছাত্রদের প্রধান শিক্ষক বরাবর বিচার চেয়ে আবেদন দিতে বলা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে আমি প্রশাসনিক ব্যবস্থা নেবো।

মন্তব্য ( ০)





  • company_logo