
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ভোক্তাপর্যায়ে ভোজ্যতেলের (সয়াবিন ও পামওয়েল) দাম সহনীয় রাখতে এ পণ্যের ওপর মূল্যসংযোজন করের যে সুবিধা বিদ্যমান, সেটার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। রোববার (৩ জুলাই) থেকে নতুন করে এ সুবিধার মেয়াদ আরও তিনমাস বাড়ানো হলো।
ভোজ্যতেলে বিদ্যমান এ ভ্যাট সুবিধার মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত।
রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এমন সিদ্ধান্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ভোক্তাদের স্বার্থ বিবেচনায় এ সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
বর্তমানে ভোজ্যতেলে শুধু আমদানিপর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। আর উৎপাদন ও সরবরাহপর্যায়ে কোনো ভ্যাট দিতে হয় না ব্যবসায়ীদের। এ দুই স্তরে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। চলতি বছরের মার্চে প্রজ্ঞাপন জারি করে এ সুবিধা দেওয়া হয়।
বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বাড়তে থাকায় গত মার্চের মাঝামাঝি তিন ধাপে মূল্যসংযোজন কর (ভ্যাট) কমায় সরকার।
বিনোদন ডেস্কঃ সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলে...
নিউজ ডেস্কঃ সংকটের বিস্তীর্ণ কাঁটাবন পেরিয়ে প্রধানমন্ত্রী...
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাহায্য করতে ১৫...
সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ দিনাজপুরের বিরামপুরের পলাশব...
মন্তব্য ( ০)